রাজশাহী ঢাকা রেল রুটে সরাসরি আন্তঃনগর ট্রেনের প্রস্তাবিত সময়সূচী, নাম ও ভাড়া:
সময়: ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে সকাল ৭.০০টায়, এবং ঢাকায় পৌছাবে বেলা ১১.৪০টায়(আনুমানিক)।
আবার এই ট্রেন ঢাকা থেকেরাজশাহীর উদ্দেশ্যে ছাড়বে দুপুর ১:১৫ টায় এবং ট্রেনটি রাজশাহী রেলস্টেশনে পৌছাবে বিকেল ৬:০০টায়(আনুমানিক)।
ট্রেনের প্রস্তবিত নামঃ
১)গ্রীনসিটি এক্সপ্রেস,
২) রুপসী বাংলা এক্সপ্রেস,
৩)হিম সাগর এক্সপ্রেস,
৪)বনলতা এক্সপ্রেস,
৫) নর্দান এক্সপ্রেস
প্রস্তাবিত ভাড়াঃ
শোভন চেয়ার ৩৭৫/-
স্নিগ্ধা ৭১৯/-
এসি সিট (কেবিন) ৮৬৩/-
এসি বার্থ ১২৮৮/-
সব ঠিক থাকলে পহেলা বৈশাখ (১৪ই এপ্রিল) থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি।