রাজশাহীর পদ্মা নদীতে ডুবে সাজিদ (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার নগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চের সামনে পদ্মানদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় সে। নিহত সাজিদ পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার কায়েস উদ্দিন সাগরের পুত্র।
সাজিদ এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছিলো। কলেজে ভর্তি হওয়ার জন্য নগরীর মালোপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতো। ঈদের পর তার বাবার ভাড়া বাড়িতে এসে এক সঙ্গে থাকার কথা ছিলো।
দুপুরে সে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের ডুবুরীদল স্থানীয় জেলেদের সহযোগীতায় সাজিদকে উদ্ধার করে।
পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine