রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার পাশে অবস্থিত একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল পৌনে ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। জানা গেছে, রোববার বিকেলে টিনসেড একটি বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে।
রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ন্ত্রণের কাজ করছে। কম সময়ের মধ্যে আগুন নিভানো সম্ভব হবে। কিভাবে আগুন লেগেছিল তা জানা যায়নি।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine