পৌরকর আদায়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের উৎসাহিত করতে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প পরিচালনা করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এরই অংশ হিসেবে আগামী ২৬ থেকে ২৯ মে পর্যন্ত মহানগরের বিভিন্ন ওয়ার্ডে আদায় ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিটি করপোরেশন।
রাসিকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের অধিক্ষেত্রে যেসব হোল্ডিং মালিকরা এখনও পৌরকর পরিশোধ করেননি তাদের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পৌরকর আদায় এবং সব নাগরিককে পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৬ ও ২৭ মে (রোববার ও সোমবার) ওয়ার্ড নম্বর ১, ২, ৩, ৪, ৫, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ এবং ২৮ ও ২৯ মে (মঙ্গলবার ও বুধবার) ওয়ার্ড নম্বর ৬, ৭, ৮, ৯, ১০, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ এ অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হবে।
নাগরিকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারচার্জ মওকুফ এবং বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪