রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হোস্টেলের ছাদ থেকে পড়ে মাসুদ রানা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুরে নূর-নবী হোস্টেলে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ মহানগরের বুলনপুর এলাকার মৃত নজির শেখের ছেলে।
রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ বাংলানিউজকে জানান, দুপুরে মাসুদসহ কয়েকজন শ্রমিক রামেক নূর-নবী হোস্টেলে রংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত হোস্টেলের তিনতলার ছাদ থেকে পড়ে যান মাসুদ। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর