রাজশাহী নগরীর তিনটি স্কুলের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এসব কাজ উদ্বোধন করেছেন। আগামী দেড় বছরের মধ্যেই প্রতিটি স্কুলের ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
স্কুলগুলো হলো- অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস হাইস্কুল ও রাজশাহী কোর্ট এ্যাকাডেমি। প্রতিটি স্কুলেই নির্মাণ করা হচ্ছে ৬ তলা বিশিষ্ট একটি করে এ্যাকাডেমিক ভবন। প্রতিটির জন্য ব্যয় হবে চার কোটি ৪০ লাখ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদফতর কাজটি বাস্তবায়ন করছে।
সকালে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে নগরীর শতভাগ স্কুলের অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হবে। পরের দুই বছর তিনি শুধু কাজ করবেন শিক্ষার মান উন্নয়নে। বাদশা বলেন, শিক্ষা নগরী রাজশাহীর শিক্ষার্থীদের শ্রেষ্ঠ হিসেবেই গড়ে তোলা হবে। তারা মেধার প্রতিযোগিতায় রাজশাহীর পরিচয় বহন করবে।
এ সময় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হক, গভর্নিং বডির সভাপতি মোশাররফ হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস হাইস্কুলের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ইউনুস আলী সরদার রাজু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাদরুল ইসলাম, অগ্রণী স্কুল ও মেডিকেল কলেজ ক্যাম্পাস স্কুলের ভবন নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স কনস্ট্রাকশনের প্রোপাইটর সৈয়দ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন
এরপর ফজলে হোসেন বাদশা রাজশাহী কোর্ট অ্যাকাডেমির ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং দোয়া করেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ভবন নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ইএইচএ ইঞ্জিনিয়ার্সের প্রোপাইটর একেএম আসাদুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজশাহীর রাজপাড়া ও মতিহার জোনের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine