রাজশাহীর জাহিদুল হাসান বিপ্লব হত্যা মামলার আসামি ফয়সাল কবীর রনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় রনির বাবা এসএসম হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রামাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু সত্যতা নিশ্চিত করেছেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর