রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে নগরীর আলুপট্টি এলাকার সামনে পদ্মা নদী থেকে মতিহার থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি পানিতে ভাসছিল।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, সকালে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে বোয়ালিয়া থানায় খবর দেন। কিন্তু নদীর পাড় বোয়ালিয়া থানা এলাকা হলেও পানি মতিহার থানা এলাকায়। তাই মতিহার থানাকে অবহিত করা হলে তারা লাশটি উদ্ধার করে।
মতিহার থানার ওসি হাফিজুর রহমান জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। মাথায় লম্বা চুল ও মুখে দাড়ি রয়েছে। বয়স হতে পারে ৪০ থেকে ৪৫ বছর। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ বলা যাবে।
ওসি আরও জানান, তারা লাশের পরিচয় জানার চেষ্টা করছেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ যুগান্তর