রাজশাহীর অভিজাত শপিং মল থিম ওমর প্লাজায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পচা ও বাসি খাবার রাখার দায়ে মলটির তিনটি ফাস্টফুড রেস্তরাঁকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পরবর্তীতে এ ধরনের পরিস্থিতি যেন না হয়, সেজন্য রেস্তোরাঁগুলোকে সতর্কও করে দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, দুপুরে অভিযান চালিয়ে তিনটি ফাস্টফুডের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এগুলোর নাম হলো- আড্ডা, রিলিস ও অ্যারোরা রেস্তোরাঁ।
হাসান আল মারুফ বলেন, এসব ফাস্টফুড রেস্তরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিল। এছাড়া ফ্রিজের মধ্যে পচা-বাসি খাবার মিলেছে। যে কারণে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
তিনি বলেন, জনসচেনতনা সৃষ্টির লক্ষ্যে রোববার (২২ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ নিয়ে শুনানিও অনুষ্ঠিত হবে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর