রাজশাহী নগরীতে শ্রেণিকক্ষে সহপাঠির ছুরিকাঘাতে মারা গেছে ইমন হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
ইমন হোসেন নগরীর কাশিয়াডাঙ্গা আদুবুড়িপাড়ার আবদুস সালামের ছেলে। সে নগরীর হড়গ্রাম ইউসেপ মোমেনা বখ্শ স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো।
এ ঘটনায় অভিযুক্ত সহপাঠি হৃদয়কে হেফাজতে নিয়েছে পুলিশ। হৃদয় নগরীর লক্ষ্মীপুর এলাকার আকবর আলীর ছেলে।
পুলিশ বলছে, টিফিন নিয়ে দ্বন্দ্বের জেরে বিকেলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তাকে ছুরিকাঘাত করে সহপাঠি হৃদয়। পরে গুরুতর আহত ইমনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেন শিক্ষকরা। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় ইমন।
নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সহপাঠির ছুরিকাঘাতে মারা গেছে এক স্কুলছাত্র। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত স্কুলছাত্রকে হেফাজতে নেয়া হয়েছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর