রাজশাহীর পদ্মা নদীতে নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
আগামীকাল বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু করে ৩০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।
বাংলানিউজকে তিনি বলেন, মা ইলিশ যাতে অবাধে ডিম ছাড়তে পারে সে জন্যই এ সময় নদীতে জাল ফেলা নিষেধ। রাজশাহী সিটি করপোরেশন ও নদীঘেঁষা আশপাশের চার উপজেলায় ১ হাজার ৮শ’ জেলে রয়েছে। এ সময় সরকারের পক্ষ থেকে তাদের বিনামূল্যে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
এই ২২ দিনের মধ্যে রাজশাহীর পদ্মায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নৌ-পুলিশ বিষয়টি নজরদারি করবে। এর ভেতর কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে নামলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার বিষয়টি এরই মধ্যে স্থানীয় জেলেদের অবহিত করা হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ