ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও রূপকল্প-২০২১ এর সফল বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয়বারের মতো আগামী ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপিত হবে।
এ উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের আয়োজনে ১২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজশাহী যুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’র আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশে জাতীয় পর্যায়ের খ্যাতনামা শিল্পীসহ রাজশাহীর স্থানীয় জনপ্রিয় ব্যান্ডদল সংগীত পরিবেশন করবেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারের পক্ষ থেকে অনুষ্ঠেয় কনসার্ট অনুষ্ঠান উপভোগ করা জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে কোনো রকম ব্যাগ না আনার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ