রাজশাহী মহানগরীর সোনাদীঘি মার্কেটে (মসজিদের দক্ষিণপাশ) ২৫ ডিসেম্বরের মধ্যে খালি করার নির্দেশনা প্রদান করা হয়েছে। বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এই নির্দেশনা করে করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, সোনাদীঘি মোড়ে নির্মাণাধীন সিটি সেন্টারের নিচ তলায় সোনাদীঘি মার্কেট ব্যবসায়ীদের দোকানঘর বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের দোকানঘর বুঝিয়ে নিতে এবং নতুন দোকানে শিফট হয়ে যেতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও অনেকে দোকান শিফট করেননি। এজন্য অভিযান পরিচালনা করে তৃতীয় ও চতুর্থ তলা খালি করা হয়েছে। অবশিষ্ট দোকান মালিকদের আগামী ২৪ ও ২৫ তারিখের মধ্যে তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যথায় ২৬ তারিখ অভিযান আবারো পরিচালিত হবে।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন