বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই শুরু হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর থেকে ঢাক-ঢোল, তবলা আর গানের তালে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর সোনাদীঘি মোড়, জিরোপয়েন্ট, আলুপট্টিসহ বিভিন্ন প্রধান সড়ক হয়ে আবারও রাজশাহী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনীর আহ্বায়ক ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা, সিনিয়র অ্যালামনাস ব্যাচ ১৯৪৭-এর ডা. এসএএ বারীসহ রেজিস্ট্রেশনকারীরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলুন ও পায়রা উড়িয়ে অ্যালামনাই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় কলেজ অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রায় ৯ হাজার অ্যালামনাস এ অ্যালামনাইয়ে অংশগ নিয়েছেন।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ