রাজশাহী মহানগরের দেওয়ানপাড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে রাজশাহী-ঢাকা মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির মরদেহের ওপর দিয়ে যানবাহন চলে যাওয়ায় তা বিকৃতি হয়ে গেছে।
মহানগরের কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ভোরে দেওয়ানপাড়া এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর একটি মরদেহ পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা মরদেহের ওপর দিয়ে যানবাহন চলাচল করায় তা ক্ষতবিক্ষত হয়ে গেছে। তার নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে লুঙ্গি ও শার্ট ছিল।
মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান ওসি জিল্লুর।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ