করোনা প্রতিরোধ যুদ্ধে যেসব চিকিৎসাকর্মী কাজ করছেন তাদের নায়ক আখ্যা দিয়েছেন সাধারন মানুষ। যারা অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনকেই ফেলছেন ঝুঁকির মুখে। অকুতোভয় ওই চিকিৎসকর্মীদের অনুপ্রাণিত এবং আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রাতদিন।
এ পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৪১৮৬ জনে। এছাড়া করোনা আকান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৭ জনে। দেশে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। রাজশাহীতে চিকিৎসা কর্মীদের কাছে একটি অনুপ্রেরণার নাম ডা. মো: আব্দুল খালেক বিশ্বাস।
বৈশ্বিক মহামারি করোনা সংক্রামক ও প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কতৃক গৃহীত উদ্যোগে ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য সার্বিক কার্যক্রমে সহায়তার লক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর পক্ষ থেকে জাতীয় পর্যায়ে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদানের লক্ষে সারা বাংলাদেশে ১০১ জন হোমিওপ্যাথি চিকিৎসককে মনোনীত করেছে সরকার, ডা: মো: জাহাঙ্গীর আলম, রেজিস্টার কাম সেক্রেটারি বাংলাদেশ হোমিও বোর্ড, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাক্ষরিত একটি আদেশ জারী করা হয়েছে।
তদারকী ও চিকিৎসা সেবার জন্য রাজশাহী থেকে মনোনীত হয়েছেন বিশিষ্ট হোমিও চিকিৎসক ও সংগঠক ডাঃ মো: আব্দুল খালেক বিশ্বাস। আদেশ পাওয়ার পরই মানব সেবায় কাজ শুরু করেছেন চিকিৎসক ডা. আব্দুল খালেক বিশ্বাস। চিকিৎসকদের মনোবল বাড়িয়ে দিতে প্রতিনিয়তই হাতে পিপিই, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ছুটে যচ্ছেন হোমিও চিকিৎসকদের কাছে ।
তিনি জানান, প্রাপ্ত সুরক্ষা সরঞ্জাম দিয়ে সাধ্যমতো চিকিৎসা সেবা দিচ্ছেন আমাদের হোমিও চিকিৎসকেরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর পক্ষ থেকে জাতীয় পর্যায়ে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদানের লক্ষে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পর থেকেই আমি বসেনেই, প্রতিনিয়ত কিছু করার চেষ্টা করছি।
রানী বাজারের হোমিওচিকিৎসক ডাঃ মাহমুদ হোসেন বলেন, প্রতিদিন আমরা সব কিছুর সেবাই বেশি দেয়ার চেষ্টা করছি। প্রাথমিকভাবে রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে, ঠিক তখনই মানুষের মধ্যে হাসপাতাল যাওয়া প্রবনতা কমেেছ। এর একটা বড় অংশের মানুষ নিচ্ছেন হোমিওচিকিৎসা।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন