করোনাভাইরাস পরিস্থিতিতে চিকিৎসা কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে গোটা বিশ^। দেখা দিয়েছে চিকিৎসাসামগ্রীর সংকট। চিকিৎসা সংশ্লিষ্টদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীও অপ্রতুল। এ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সহযোগিতা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার বেলা ১১টার দিকে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের পক্ষ থেকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের কাছে এক হাজার পিস সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়। এ সময় দুর্যোগকালীন এই মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য হাসপাতাল পরিচালক ওয়ার্কার্স পার্টির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাসপাতাল পরিচালকের কার্যালয়ে এগুলো হস্তান্তরের সময় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, সিরাজুর রহমান খান, আবদুল মতিন, মনির উদ্দিন পান্না ও নাজমুল করিম অপু উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাতে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’ ফজলে হোসেন বাদশা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকও। তার এমন আহ্বানের পর রামেক হাসপাতালের পাশে দাঁড়ালো নগর ওয়ার্কার্স পার্টি।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন