করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আ
শনিবার এক বিবৃতিতে তিনি এই শোক এবং দুঃখ প্রকাশ করেন মেয়র। শোক বিবৃতিতে মেয়র মরহুমের আত্মার মাগফিতার কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসআই মোশাররফ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। এসআই মোশাররফের গ্রামের বাড়ি পাবনা। রাজশাহী মহানগরীর সুফিয়ানের মোড় এলাকায় তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন। এখান থেকে তিনি প্রেষণে নওগাঁয় ছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন