রাজশাহীর পুঠিয়ায় আরও এক গার্মেন্টস শ্রমিকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত শ্রমিকের নাম আবুল কালাম (৩০)। তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া গ্রামের চাঁন্দু মিয়ার ছেলে। এ নিয়ে উপজেলায় ৮ জন করোনা সংক্রমিত রোগি সনাক্ত হলো।
শনিবার সকালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নারয়ণগঞ্জের ফতুল্লা থেকে গত ১৭ মে রবিবার বাড়ি ফেরেন গার্মেন্টস কর্মী আবুল কালাম। তার শরীরে করোনা উপসর্গের খবর জেনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম তার বাড়িতে পাঠানো হয়েছিল।
গত ১৮ মে সোমবার তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ২২ মে শুক্রবার রাতে তার রির্পোট আসে পজেটিভ। আবুল কালাম নারয়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজমা আক্তার জানান। তাকে নিজ বাড়িতে রেখেই চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হবে। সমস্যা দেখা দিলে রামেক হাসপাতালের আইসোলেশনে পাঠাবার সিদ্ধান্ত রয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন আক্রন্তের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউনের প্রস্তুতি নিচ্ছে।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন