অসহায় ও দুস্থ শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের খুশি ভাগ করে নিলো The FIVE Foundation Bangladesh . গতকাল ঈদের নামাজ শেষে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তারা অসহায় ও দুস্থ শিশুদের মাঝে ঈদের খাবার বিতরণ করে। পাশাপাশি তাদের জন্য ঈদের পোশাকও বিতরণ করা হয়। নগরীর কোর্ট স্টেশন থেকে একটু দুরে লিলি হলের মোড়ের পাশে আশ্রয় নামক এক বসতিতে দুস্থ শিশু ও মানুষের মাঝে ঈদের খাবার ও পোশাক বিতরণ করে।পাশাপাশি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তারা এই কার্যক্রম চালায়।
রাজশাহীতে দুস্থ শিশুদের মাঝে একটু হাসি ফুটাতে এগিয়ে এলো “The FIVE Foundation”
previous post