পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে এ কার্যক্রমের সূচনা হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরে বেলুন উড়িয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। পরে এ উপলক্ষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, একসময় রেল লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু এখন সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে রেল। সবার আন্তরিকতা থাকলে রেলে কোনো লোকসান থাকবে না।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪