রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে একদিনে চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে একজন, ২৯ নম্বর ওয়ার্ডে একজন, ২২ নম্বর ওয়ার্ডে একজন ও ২৫ নম্বর ওয়র্ডে একজনের মৃত্যু হয়েছে। তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তাদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তাদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের নমুনায় করোনা পজিটিভ আসার পর মৃত্যুর তালিকায় তাদের নাম যুক্ত করা হবে। তালিকা মন্ত্রণালয়েও যাবে।
এক প্রশ্নের জবাবে ডা. সাইফুল ফেরদৌস বলেন, মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে মোট ১৩৩ জন ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৬৫ জন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৫৯ জন। আর ৯ জন করোনা রোগী আইসিইউতে রয়েছেন।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ