করোনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
রোববার (৩০ মে) বেলা ১১টা থেকে সোমবার (৩১ মে) বেলা ১১টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অন্যজনের বাড়ি নওগাঁয়। করোনা সংক্রমণ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় দু’জন মারা গেছেন হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। এছাড়া ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
উপ-পরিচালক বলেন, সোমবার বেলা ১১টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছেন ২০৫ জন। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের ও করোনার উপসর্গ রয়েছে ১১১ জনের। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন তারা।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ১৭ জন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় আইসিইউ শয্যা বাড়ানো হয়েছে দু’টি।
এরআগে মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২টার পর থেকে শনিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২২ জনই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে ১৫ জনই মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। ফলে করোনায় মৃতের তালিকায় তাদের নাম ওঠেনি বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দফতর।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪