অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন খুঁজে নেয়ার জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। মিরপুরে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি খুলনা টাইগার্স আর রাজশাহী রয়্যালস। যে দল জিতবে, চকচকে ট্রফিটা ওঠবে তাদেরই হাতে।
শিরোপার এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ টস জিতেছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহীম। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আন্দ্রে রাসেলের রাজশাহী প্রথমে ব্যাটিং করবে।