হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় মঙ্গলবার (৪ জুন) বাদ মাগরিব বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি এ বৈঠকে বসে।
বৈঠকে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।