দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে আক্রান্ত থেকে মৃত্যু হয়েছে আরও তিনজনের। দেশে করোনা ভাইরাস বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্ত, অর্থাৎ রেকর্ড।
বুধবার (০৬ মে) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।