দেশব্যাপি এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগের মহামারী আকার ধারণ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা এ অভিযান চালান।
অভিযান সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে অনেক মানুষ মারা যাচ্ছে। ক্যাম্পাসে যেন এর প্রভাব না পড়ে সেজন্য আমরা পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটি আমাদের দায়িত্ব এবং আমরা পরবর্তীতে হলগুলোতে এ পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাবো।’
এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সাদ্দাম হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine