সূর্যের আলোয় রাজশাহী মহানগরীর রাতের অন্ধকার আলোয় ঝলমল করে উঠবে। পুরো নগরজুড়ে ১ হাজার ২৮৫টি পোলে স্থাপন করা হচ্ছে এলইডি ও সোলার লাইট। এর পেছনে খরচ হচ্ছে ২৭ কোটি টাকা। ইতোমধ্যেই সন্ধ্যা নামতেই সূর্যের আলোতে শক্তি সঞ্চয়করা এলইডি বাতিগুলো নিরবিচ্ছিন্ন মিষ্টি আলো ছড়িয়ে যাচ্ছে সকাল পর্যন্ত।
স্থানীয় সরকার মন্ত্রনালয় ও জ্বালানি মন্ত্রনালয়ের উদ্যোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নেয়া ‘সোলার স্ট্রিট লাইটিং প্রোগ্রাম ইন সিটি কর্পোরেশন’ প্রকল্পের প্রথমার্ধের কাজ এখন প্রায় পুরো নগরীতেই দৃশ্যমান হতে শুরু করেছে। এ প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন।
রাজশাহীর অলি-গলি বড় রাস্তা মিলিয়ে মোট ২৫টি রাস্তা এই প্রকল্পে আলোকিত হচ্ছে। এখন বিদ্যুৎ বিভ্রাটেও আর অন্ধকারে থাকবেনা সড়কগুলো। পাশাপাশি বিদ্যুতের উপরেও কমবে চাপ।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। তিনি বলেন, এগুলো আমাদেরই সম্পদ। এ সম্পদগুলো আমাদের রক্ষা করতে হবে।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন