রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন,সরকার ইমাম, খতিব, আলেম ও ওলামাদের জন্যে কাজ করছে। নীতিমালার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন করা হচ্ছে। আগামীতে মহানগরীতে আলেমদের সমাজের জন্যে আবাসিক পল্লি গড়ে তোলা হবে।
শনিবার (৩০ জুন) দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে ইমাম ও ওলামাদের উদ্যোগে আয়োজিত ঈদ পুর্নমিলনী ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, আমি মেয়র থাকার সময় মহানগরীর সার্বিক উন্নয়নে কাজ করেছি। ইমাম-ওলামাদের জন্যে ঈদে শুভেচ্ছা ভাতার ব্যবস্থা করেছি। সে সময় তাদের জন্যে তহবিল গঠনের কাজ শুরু করলেও তা অসম্পন্ন থেকে যায়। আগামীতে ইমাম-ওলামাদের জন্যে স্থায়ী তহবিল গঠন করা হবে। এই তহবিল থেকে তাদের আগামীতে নিয়মিতভাবে সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানের সভাপতি ইসলামী ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সাবেক পরিচালক সৈয়দ আমিনউদ্দিন মাহমুদ বলেন, খায়রুজ্জামান লিটনের আমলে, ইমাম-ওলামারা সম্মানিত হয়েছেন। তিনি মেয়র থাকার সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। পরের মেয়রের আমলে সব কর্মসূচি কোথায় যেন হারিয়ে গেছে। আশা করছি আগামীতে খায়রুজ্জামান লিটন আমাদের জন্যে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
বাংলাদেশ ইমাম সমিতি মহানগরীর সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ কাওসার হুসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এইচএম শহীদুল ইসলাম, উপ-শহর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহা. ওমর ফারুক, তেরখাদিয়া মসজিদে নূরের খতিব মওলানা রুহুল আমীন, মালোপাড়া শাহী জামে মসজিদের খতিব হাফেজ মুফতি হাবীবুর রহমান কাসেমী, মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি ইয়াকুব আলী প্রমুখ ।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ২৪