রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের এক সপ্তাহ আগে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। তিনি বলেন, রাজশাহী মহানগর পুলিশকে এই তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিজ দফতরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার। এ সময় নির্বাচনে নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয় বলেও মন্তব্য করেন তিনি।
নূর-উর-রহমান জানান, তারা চান আসন্ন এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে। আর এ জন্য সম্ভাব্য সব প্রস্তুতি নেয়া হচ্ছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্র ও তার আশপাশের এলাকায় থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন সামনে রেখে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনী সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে বেলা ১১টা থেকে নিজ দফতরের সম্মেলন কক্ষে নির্বাচনী সমন্বয় সভা করেন বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- রাজশাহী নগর পুলিশ (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ আনোয়ার ফুয়াদ, র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম, বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, উপনির্বাচন কমিশনার ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান প্রমুখ। সভায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ নানা দিক নিয়ে আলোচনা হয়।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন