মহানগরীর হেতেমখাঁ এলাকাস্থ রওজাতুস সালেহীন কেন্দ্রীয় গোরস্থান মসজিদ ও মাদ্রাসার কমপ্লেক্সের ভিস্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বাদ জোহর ৫তলা বিশিষ্ট এই কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মেয়র। ভিত্তিপ্রস্থর স্থাপনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সেখানে একটি প্রজেক্টরের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।
এ সময় সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাজদার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine