করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও জনসেচতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সাহেব বাজার বড় মসজিদ চত্বরে মহানগরবাসীর মধ্যে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও লিফলেট বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন মহানগরবাসীকে আতঙ্কিত না হয়ে সর্তক ও সচেতন হওয়ার আহ্বান এবং সরকারি সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এ সময় মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন