রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক ১২৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ১০৬ জন।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহীর দুটি পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় জেলার ১২৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১১০ জন। আর পবা উপজেলার ১৫ জন। নতুন আক্রান্ত লোকজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশের সদস্য রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, নতুন আক্রান্তসহ জেলা ও সিটি করপোরেশন মিলিয়ে মোট রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯১০ জনে। এর মধ্যে ‘হটস্পট’ রাজশাহী সিটিতে রয়েছেন ৬৫০ জন। মোট মৃত্যু হয়েছে ৯ জনের।
খবর কৃতজ্ঞতাঃ প্রথম আলো