প্রতিদিন সকালে লক্ষ লক্ষ ব্যক্তি আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য তাদের রেডিও শোনেন, টেলিভিশন দেখেন কিংবা পত্রিকা পড়েন। আকাশ মেঘাচ্ছন্ন মানে কী বৃষ্টি হতে পারে? সকালের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কী সারাদিন থাকবে? তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কী তুষার ও বরফ গলতে শুরু করবে? আবহাওয়ার পূর্বাভাস শুনে আমরা ঠিক করি যে, কেমন কাপড় পরবো এবং বের হওয়ার সময় ছাতা সঙ্গে নেব কী নেব না!
সম্প্রতি স্থলভাগে তাপপ্রবাহ বয়ে চলার মধ্যে সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর ও এর সংলগ্ন আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়, যা ধাপে ধাপে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে যার নাম রাখা হয়েছে ‘মোখা’ (Mocha)।
আবহাওয়াবিদরা আশংকা করছেন যে বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী এগোলে বা দিক না পাল্টালে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা ১৪ মে বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। যা থেকে বোঝা যায় ‘মোখা’ রাজশাহী অঞ্চলে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না।
সাম্প্রতিক বছরগুলোতে যথাসম্ভব সঠিকভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে কিন্তু আবহাওয়া সম্বন্ধে আগে জানিয়ে দেওয়া এতটা সহজ কাজ নয় বরং এটা কৌশল ও বিজ্ঞানের এক চমৎকার মিশ্রণ। প্রিয় পাঠক, চলুন জেনে নিই আগামী ১০ দিনের রাজশাহীর আবহাওয়া সম্পর্কে-
তারিখ ও বার | আবহাওয়া যেমন থাকবে | সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা |
১১ মে, ২০২৩ বৃহস্পতিবার | প্রচুর রোদ এবং অত্যধিক গরম; তাপ বিপজ্জনক হবে শরীরের জন্য। বাইরের কার্যকলাপ থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে | ৪১ ডিগ্রী সেলসিয়াস/ ২৫ ডিগ্রী সেলসিয়াস |
১২ মে, ২০২৩ শুক্রবার | আংশিক রোদসহ খুব উষ্ণ | ৩৯ ডিগ্রী সেলসিয়াস/ ২৭ ডিগ্রী সেলসিয়াস |
১৩ মে, ২০২৩ শনিবার | সূর্য এবং মেঘাচ্ছন্ন আকাশ এবং খুব উষ্ণ | ৩৭ ডিগ্রী সেলসিয়াস/ ২৬ ডিগ্রী সেলসিয়াস |
১৪ মে, ২০২৩ রবিবার | মেঘাচ্ছন্ন আকাশ এবং খুব উষ্ণ, রাতে কয়েক দফা বৃষ্টি | ৩৯ ডিগ্রী সেলসিয়াস/ ২৬ ডিগ্রী সেলসিয়াস |
১৫ মে, ২০২৩ সোমবার | বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল, খুব উষ্ণ এবং কম আর্দ্র | ৪০ ডিগ্রী সেলসিয়াস/ ২৭ ডিগ্রী সেলসিয়াস |
১৬ মে, ২০২৩ মঙ্গলবার | আংশিক রৌদ্রোজ্জ্বল এবং বেশ কয়েকবার বজ্রঝড়, খুব গরম, রাতে বজ্রপাত | ৪১ ডিগ্রী সেলসিয়াস/ ২৫ ডিগ্রী সেলসিয়াস |
১৭ মে, ২০২৩ বুধবার | সকালে বজ্রঝড়; পরিবর্তনশীল মেঘলা সহ খুব উষ্ণতা, রাতে বজ্রঝড় সহ মেঘ | ৩৭ ডিগ্রী সেলসিয়াস/ ২৬ ডিগ্রী সেলসিয়াস |
১৮ মে, ২০২৩ বৃহস্পতিবার | বজ্রঝড় সহ বেশিরভাগ সময় মেঘলা | ৩৫ ডিগ্রী সেলসিয়াস/ ২৪ ডিগ্রী সেলসিয়াস |
১৯ মে, ২০২৩ শুক্রবার | দিনে বজ্রঝড়সহ বেশিরভাগ সময় মেঘলা, সন্ধ্যায় বজ্রঝড়, রাতে আংশিক মেঘলা | ৩৫ ডিগ্রী সেলসিয়াস/ ২৬ ডিগ্রী সেলসিয়াস |
২০ মে, ২০২৩ শনিবার | বজ্রঝড় সহ পরিবর্তনশীল মেঘলা আকাশ | ৩৬ ডিগ্রী সেলসিয়াস/ ২৫ ডিগ্রী সেলসিয়াস |