বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ২৬ নভেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে ‘বগুড়া প্রশাসনিক ট্রাইবুনাল ও কোর্ট পরিদর্শন করেন। এই পরিদর্শনকালে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনিক ট্রাইবুনালের বিভিন্ন কর্মপদ্ধতি, মামলার আর্জি, কোর্ট ফিস, শুনানী, রায়ের পদ্ধতি ও রায় কার্যকর করনসহ কজ-লিস্ট সরেজমিনে পরিদর্শন করে। পরে বগুড়ার দেওয়ানী আদালত ও পারিবারিক আদালতের কার্যক্রম, আরজি উপস্থাপন, সমনজারী, শুনানী, একতরফা ডিক্রী, যুক্তি তর্ক ও রায় ঘোষণার পদ্ধতি এবং পারিবারিক আদালতের এখতিয়ারসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করে। পরিদর্শনের সময় পারিবারিক আদালতের বিচারক শিক্ষার্থীদেরকে খুঁিটনাটি বিভিন্ন দিক বাস্তবে তুলে ধরেন ও শিক্ষার্থীদেরকে উপদেশমূলক পরামর্শ প্রদান করেন যা তাদের তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞানার্জনে সহায়ক হবে।