মোঃ আল আমিন বাউয়েট প্রতিনিধি :গত ৩০ মে, ২০২১ তারিখে বাংলাদেশ আর্মি
ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং
বিভাগের উদ্যোগে ‘ভার্চুয়াল কালচারাল প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।
মূলত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিলো এই করোনা মহামারীর মধ্যে বিনোদনের মাধ্যমে
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা সাধন করা এবং একষেঁয়েমি দূর করা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার কর্নেল মো: হামিদুর
হক, সিভিল ইঞ্জিনিয়ারং বিভাগের সন্মানিত বিভাগীয় প্রধান ড.ইঞ্জি.মো: রাশেদুল
হাসান, সিভিল ইঞ্জিনিয়ারং বিভাগের সকল শিক্ষক ও ছাত্রছাত্রী।
এই ভার্চুয়াল অনুষ্ঠানে সিভিল ৫ম ব্যাচের বিদায় ও ১১তম ও ১২তম ব্যাচের নবীন বরন
অনুষ্ঠিত হয়।
উল্লিখিত বিভাগের শিক্ষার্থীরা গান,কৌতুক, কবিতার আবৃতি, আলোকচিত্র প্রদর্শন এর
মাধ্যেমে অনুষ্ঠান উৎযাপন করে।
অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন পুরকৌশল বিভাগের প্রভাষক সুরাইয়া হাসি ও
রোকনুজ্জামান রোকন । উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন ষষ্ঠ ব্যাচের (৪র্থ বর্ষ)
শিক্ষার্থী আশিক মাহমুদ ও নুরসুন মিম।
এই ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা উপলব্ধি
করতে পারে এবং নিজেদের এক নতুন উদ্যোমে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা পায়।