তানজিলা হায়দার। পড়াশোনা করতেন পাবনা মেডিকেল কলেজে। পয়লা ফাল্গুনে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তিনি। জানতেন না এটাই তার জীবনের শেষ সফর। আর কোনদিন এভাবে তার ঘুরে বেড়ানো হবে না। একটি দুর্ঘটনা তার সবকিছু থামিয়ে দিয়েছে। চলে গেছেন না ফেরার দেশে। সারাদিন ঘুরে বুধবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে তার। এসময় মোটরসাইকেলে থাকা তার বয়ফ্রেন্ডও আহত হয়েছেন। নিহত তানজিলা হায়দার রাজশাহীর লক্ষ্মীপুরের সাম্মাক হায়দারের মেয়ে ও পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পাবনা সদর থানা পুলিশের ওসি ওবায়দুল হক বলেন, পয়লা ফাল্গুন উপলক্ষে বয়ফ্রেন্ডের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন তানজিলা। সারাদিন ঘুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আসলে পেছন থেকে একটি সিমেন্টবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তানজিলা।
খবর কৃতজ্ঞতাঃ ক্যাম্পাসলাইভ২৪ডটকম