আটক বাচ্চু নিজেই গাঁজা সেবী। সে তার গাঁজা সেবনের কাজকে ঝামেলা মুক্ত রাখার জন্য অভিনব কায়দায় নিজের বাড়ির জানালা ও ছাদ বিহীন চারিদিকে গাঁথুনি করা এবং দরজা লাগানো অবস্থায় একটি কক্ষে গাঁজার চাষ শুরু করে। সেই ঘরে তল্লাশি চালিয়ে একটি বড় প্রায় ১২ফিট লম্বা ও দুইটি ছোট আকারের প্রায় সাড়ে ৬ ফিট লম্বা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
সেসময় বাচ্চুকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল হাসান জানান, আটক বাচ্চুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ে করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।