রাজশাহীর পুঠিয়া বাজার এলাকা থেকে প্রায় আড়াইমণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ এপ্রিল) প্রথম প্রহর রাত পৌণে ১টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাদের গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চট্টগ্রামের বাকুলিয়া থানাধীন চাকতাই ভাঙ্গাপোল গ্রামের আবুল হোসেনের ছেলে মিরাজ (৩৩), কুমিল্লার মুরাদনগর থানাধীন সোনাকান্দা গ্রামের মৃত বাবুলের ছেলে সোহেল (৩০) ও নওগাঁর মান্দা থানাধীন কুসুমবাগ গ্রামের মুনসুরের ছেলে মিঠু আলী (২৩)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৬ কেজি গাঁজা, ৫ টি মোবাইল, ১০ টি সীমকার্ড, ৩ টি মেমোরীকার্ড, ১ টি কাভার্ট ভ্যান ও নগদ ১০ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
previous post