এক উপজেলায় একই নামে দু’একটি গ্রাম থাকতে পারে। তাই বলে ২২টি গ্রামের নাম একই? তাও আবার একই ইউনিয়নে!
হ্যাঁ, পাঠক। অবাক হবার মতো বিষয় হলেও সত্য যে, রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ২২টি গ্রামের নাম ‘বাউসা’। তবে কীভাবে এতগুলো গ্রামের নামকরণ একইরকম হয়েছে তা জানা মুশকিল। আবার, একই নাম হওয়ায় অন্য জায়গা থেকে আসা মানুষকে প্রায় সময়েই বিভ্রান্তিতে পড়তে হয়। সঠিকভাবে গ্রামের নাম বলতে না পারলে স্থান খুঁজে পেতে হয়রানির শিকার হতে হয় অনেককে। এ ব্যাপারে রাজশাহী এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা ও বাউসা মিয়াপাড়া’র অধিবাসী জনাব মীর রাসেল-এর সাথে কথা বলে ঘটনার সত্যতা জানা গেছে।
উল্লেখ্য, রাজশাহী শহর থেকে ৪৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোণে ও উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর দিকে বাউসা ইউনিয়ন, এই ইউনিয়নেই রয়েছে গ্রামগুলো। ইউনিয়ন পরিষদ থেকে গ্রামগুলোর দূরত্ব প্রায় দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে। গ্রামগুলো হলো- টলটলিপাড়া বাউসা, মধ্যপাড়া-তেনাচুরা বাউসা, পূর্বপাড়া বাউসা, মণ্ডলপাড়া বাউসা, বেনুপুর বাউসা, ভাড়ালিপাড়া বাউসা, হাটপাড়া বাউসা, কারিগরপাড়া বাউসা, সরকারপাড়া বাউসা, কসের সরকারপাড়া বাউসা, দাঁড়পাড়া বাউসা, চকরপাড়া বাউসা, কামারপাড়া বাউসা, মিয়াপাড়া বাউসা, ঠাকুরপাড়া বাউসা, হেদাতিপাড়া বাউসা, পন্ডরিপাড়া বাউসা, মাঝপাড়া বাউসা, ফতেপুর বাউসা, চক বাউসা, টাইরিপাড়া বাউসা ও কাচারিপাড়া বাউসা।
এই ২২টি গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। নামকরণের সঠিক কারণ জানা না গেলেও “একই নামে একই উপজেলার একই ইউনিয়নে ২২ গ্রাম” বিষয়টি একদিকে যেমন অবাক করার মতো, অন্যদিকে বিভ্রান্তিতে পড়ার মতোও! একই নামের এমন আরও কোনো গ্রাম সম্পর্কে আপনার জানা থাকলে জানাতে পারেন আমাদের।