বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ১৩ নভেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে পাঁচদিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়া-লেখার পাশাপাশি সহশিক্ষাকার্যক্রম হিসেবে ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে বাউয়েট ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে এ ধরনের চিত্র প্রদর্শণীর আয়োজন করলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’
ক্যাম্পাসের নেক্সাস ভবনের নিচ তলায় এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। চিত্র প্রদর্শনীর গ্যালারী প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনীতে বাউয়েটের ছাত্র-ছাত্রীদের ডিএসএলআর, ডিজিটাল ক্যামেরা এবং মোবাইল ফোনে তোলা ৪৯টি ছবি স্থান পেয়েছে। বাউয়েটের ডেপুটি রেজিস্ট্রার ও ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বলেন, ‘এই ফটো এক্্িরবিশনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছবি তোলা ও প্রদর্শণীর যে আগ্রহ তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে নতুন সদস্য সংগ্রহ করা হবে এবং তাদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হবে।