বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ১৯ নভেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে সিএসই বিভাগ ব্যবসায় প্রশাসন বিভাগকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, স্পোর্টস ক্লাবের সভাপতি ড. মোঃ সাজ্জাদ হোসেন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় সিএসই বিভাগের সোহান।