বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ২৭ নভেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ফ্যাকাল্টি এন্ড অফিসার্স মেস কমপ্লেক্সে ‘ফ্যাকাল্টি এন্ড অফিসার্স ইনডোর গেইমস প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, ফ্যাকাল্টি এন্ড অফিসার্স মেস সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোঃ আব্দুর রশীদ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাগণ। এই ইনডোর গেইমস প্রতিযোগিতায় টেবিল টেনিস এবং কেরাম খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টেবিল টেনিস খেলায় (একক) পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় সিএসই বিভাগের প্রভাষক মোঃ আলমাস আলম। টেবিল টেনিস (দ্বৈত) খেলায় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ ও পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ চ্যাম্পিয়ন এবং সিএসই বিভাগের প্রভাষক মোঃ আলমাস আলম ও আহমেদ সালমান তারিক রানার্স আপ হয়।
কেরাম খেলায় (একক) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোজাহিদুল ইসলাম। কেরাম (দ্বৈত) খেলায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আতাউল করিম চ্যাম্পিয়ন এবং সিএসই বিভাগের প্রভাষক মিঠুন কুমার ও সিই বিভাগের প্রভাষক মোঃ রোকনুজ্জামান রানার্স আপ হয়।