অক্ষরবৃত্ত প্রকাশনের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো বাংলাভাষায় সাহিত্যচর্চাকে উন্মুক্ত করতে মৌলিক সাহিত্যকর্ম তুলে আনা। সারাদেশ থেকে ১৪৮১টি মানসম্মত পাণ্ডুলিপি জমা পড়েছিলো এই প্রতিযোগিতায়। দেশের খ্যাতিমান সাহিত্যিকরা নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্বপালন করেন। সকল প্রতিযোগিকে পেছনে ফেলে এই প্রতিযোগিতায় শিশু সাহিত্য বিভাগে পুরুষ্কার অর্জন করেন মোঃ হামিদুর রহমান। পুরষ্কারপ্রাপ্ত এই পাণ্ডুলিপিগুলো বই আকারে প্রকাশ করা হবে ২০২১ এর বইমেলায় এবং একই সঙ্গে পুরষ্কার স্বরূপ ক্রেস্ট, সনদ ও লেখক কপি হিসেবে ১৫,০০০/- মুদ্রিত মূল্যের বই প্রদান করা হবে।
মোঃ হামিদুর রহমান নওগাঁ জেলার রানীনগর উপজেলার জালালাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। গ্রামীন প্রকৃতিস্পর্শে কেটেছে তার দুরন্ত শৈশব। তিনি একাধারে একজন কবি, গল্পকার, শিশুসাহিত্যিক, অনুবাদক ও সম্পাদক। লেখালেখিতে হাতেখড়ি শুরু করেন স্কুল জীবনেই এবং আজ অবধি অসংখ্য কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও শিশুসাহিত্য তিনি রচনা করেছেন। তিনি নিয়মিতভাবে সম্পাদনা করছেন সাহিত্যের ছোটকাগজ “হাইফেন”।