বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট ) ক্যাম্পাসে প্রথম আলো বন্ধুসভার নতুন কার্যকারী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক ভার্চ্যুয়াল মিটিংয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী সভাপতি আইসিই বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সৌমিক।
২০২১ সালের এই কার্যকারী কমিটিতে সভাপতি হয়েছেন সামিউল ইসলাম সুমিত, সহ-সভাপতি হিসেবে রয়েছেন যথাক্রমে মোঃ আলামিন ও জারিন তাসনিম খান। সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ সাফাত রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রাফিয়া বিনতে কায়েস ও আরিন আনান চৌধুরী।
এছাড়া অন্যান্য সম্পাদক পদে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক- আশিক আজমল জয়, উপ-সাংগঠনিক সম্পদক- মোঃ আব্দুস সালাম, নারী বিষয়ক সম্পাদক- রেহেনুমা আলম ঐশী, পাঠচক্র সম্পাদক- সাদিয়া পারভিন মিশু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মোঃ ইশতিয়াক আহমেদ, প্রচার সম্পাদক- আসিফ কায়সার মাহমুদ ইশতিয়াক, মানবসম্পদ বিষয়ক সম্পদক- মোঃ মঈদ হোসেন, দপ্তর সম্পাদক- তাসনিম হাসান তামিম, সাহিত্য সম্পাদক- শাওমী রহমান, পাঠাগার সম্পাদক- খাদিজা ইসলাম মিতু, প্রশিক্ষণ সম্পাদক- রিমু হাসান, অর্থ সম্পাদক- আমরিন নাহার, সমাজকল্যাণ সম্পাদক- সাকিব সায়েম, পরিবেশ বিষয়ক সম্পাদক- শাহরিয়ার দীপ, ক্রীড়া সম্পাদক- মো. আমান উল্লাহ আমান, অনুষ্ঠান সম্পাদক- শারমিন সুলতানা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক- সাদমান ইয়াসির সাদাব, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক- আরিফ ইশতিয়াক ।