বাউয়েটে আইসিটি অলিম্পিয়াড ২০২১ অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট), কাদিরাবাদ, নাটোর এ গত ৩১ জানুয়ারি ২০২১ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইসিই বিভাগের সহযোগিতায় এবং বাউয়েট আইসিটি ক্লাবের উদ্যোগে সন্ধ্যা সাড়ে সাতটায় ভার্চুয়াল প্ল্যাটফরম জুমে
“বাউয়েট আইসিটি অলিম্পিয়াড ২০২১” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোঃ মোস্তফা কামাল এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে
বুয়েটের সিএসই বিভাগের সাবেক স্বনামধন্য কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ কায়কোবাদ উপস্থিত থেকে অনুষ্ঠানটি আলোকিত করেন।
উল্লেখ্য যে, উক্ত অলিম্পিয়াডে বিচারক হিসেবে ছিলেন রুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. শহীদ উজ জামান, ইটিই বিভাগের প্রফেসর ড. মোঃ
কামাল হোসেন, এবং বাউয়েটের ইসিই অনুষদের ডিন প্রফেসর ড. মির্জা এএফএম রশিদুল হাসান প্রমূখ।
বিশেষ অতিথি বলেন, ‘বাউয়েটের আইসিই বিভাগের সহযোগিতায় এবং বাউয়েট আইসিটি ক্লাব সময় উপযোগী একটি উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে
শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। সারা দেশ থেকে দুই শতাধিক কলেজ থেকে দেড় হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে।’
উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে “Future in ICT” শীর্ষক Google meet এর মাধ্যমে সমাপনী অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থী অংশ নেন।
ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী আবু সায়েদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ল্যাপটপ অর্জন করেছে। হলি ক্রস কলেজের শিক্ষার্থী মাহিয়া নাজনিন ১ম রানার আপ
এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী মোঃ ফুয়াদ আল আলম ২য় রানার আপ হয়েছে। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষণীয়
পুরস্কার। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগীদের সনদপত্র প্রদান করা হবে।
চ্যাম্পিয়ন এর জন্য ল্যাপটপ ও কৃতিত্বের প্রশংসাপত্র,প্রথম রানার্স আপের জন্য স্মার্টফোন ও কৃতিত্বের প্রশংসাপত্র,২য় রানার্স আপের জন্য স্মার্টফোন ও অর্জনের
প্রশংসাপত্র,৪র্থ-১০ম পজিশনের জন্য আকর্ষণীয় উপহার ও কৃতিত্বের প্রশংসাপত্র,প্রতিটি অংশগ্রহণকারী ডিজিটাল প্রশংসাপত্র পাবেন।