নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় চ্যালেঞ্জার বাসের চালক শামিম হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরের স্টেশন রোডে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
শামিম হোসেনের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল সরকার পাড়ায়। তবে তিনি বগুড়া শহরের মালগ্রামে থাকতেন।
এর আগে গত রোববার রাতে চ্যালেঞ্জার বাস মালিকের দেয়া তথ্যে পুলিশ সদর থানার গোকুল পশ্চিম পাড়া থেকে বাসের হেলপার কমলকে (৩৭) গ্রেফতার করে।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, শামিম হোসেনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য নাটোর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে তাকে নেয়ার জন্য নাটোরের একটি টিম বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।
গত শনিবার (২৫ আগস্ট) নাটোরের ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার আগে চালক শামিম হোসেন গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ ছাড়া চ্যালঞ্জারের ওই বাসটিও ছিল ফিসনেসবিহীন। যার কারণে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীতমুখী লেগুনার সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর শামিম বগুড়া জেলা ছাড়াও পাশের জয়পুরহাটে গ্রামের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন