নওগাঁ জেলায় ক্রমেই আম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জেলার পোরশা, সাপাহার, পত্নীতলা. নিয়ামতপুর উপজেলায় নতুন নতুন আম বাগান গড়ে উঠছে। কৃষকরা তাদের ধানের জমিতে এসব বাগান গড়ে তুলছেন। ধান উৎপাদনের চেয়ে আম লাভজনক হওয়ায় তারা আমের বাগান গড়ে তুলতে বেশী আগ্রহী হয়ে উঠছেন।
নওগাঁ কৃষি সম্প্রসারন অধিপ্তর জানিয়েছে চলতি মওসুমে জেলায় মোট ১৮ হাজার ৬৬৬ হেক্টর জমিতে আম বাগান গড়ে উঠেছে। এসব বাগানে এ বছর মোট আম উৎপাদিত হয়েছে গড়ে প্রতি হেক্টরে ১২ দশমিক ৫০ মেট্রিকটন হিসেবে মোট ২ লক্ষ ৩৩ হাজার ৩২৫ মেট্রিকটন। যার বর্তমান স্থানীয় বাজার মুল্য ৯৩৩ কোটি ৩০ লক্ষ টাকা।
নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানিয়েছেন জেলা উপজেলাভিত্তিক আম বাগানের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ‘৪১৫ হেক্টর, রানীনগর উপজেলায় ২০ হেক্টর, আত্রাই উপজেলায় ১১৬ হেক্টর, বদলগাছি উপজেলায় ৩৩৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩৬০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ২২০০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৬৭০ হেক্টর, সাপাহার উপজেলায় ৪০০০ হেক্টর, পোরশা উপজেলায় ৯২০০ হেক্টর, মান্দা উপজেলায় ৪০০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে।
জেলায় উৎপাদিত আমের জাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, নাগ ফজলী, আমরুপালী, আশ্বিনা, ফজলী, কুমড়াজ্বালী এবং হাড়িভাঙ্গা। কৃষি বিভাগের মতে নওগাঁ জেলায় উৎপাদিত আমের মিষ্টতা এবং স্বাদ দুইই বেশী।
চলতি বছর নওগাঁয় স্থানীয় বাজার অনুযায়ী প্রতি কেজি আম গড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে এক মেট্রিক টন আমের বাজার মুল্য ৪০ হাজার টাকা। এ বছর জেলায় মোট আম উৎপাদিত হয়েছে ২ লক্ষ ৩৩ হাজার ৩২৫ মেট্রিকটন। বাজার মুল্য অনুযায়ী উৎপাদিত আমের মুল্য ৯৩৩ কোটি ৩০ লক্ষ টাকা।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine