বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ৪-৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে ব্র্যাক ইউনিভার্সিটির রোবটিক্স ক্লাব আয়োজিত ‘ন্যাশনাল প্রোগ্রাম ট্র্যাকশন-২০২০’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাউয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীরা ১ম রানার আপ এবং আইডিয়া টপ টেন ফিচারড হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সিএসই বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী তাহমিনা তাহরিম, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া জামান এবং তাসনিম তাহরিমা ট্র্যাকথন হ্যাকাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া বাউয়েটের সিএসই বিভাগের এআরভিআর এবং টেক ডেকোডার টিম এর আসিফ ইকবাল, সাকিব মাহমুদ এবং সামরান রহমান আইডিয়া কনটেস্ট প্রতিযোগতায় টপ টেন ফিচারড হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল বিজয়ী দলের সকল সদস্যদের ধন্যবাদ জানান।