এক সপ্তাহ ধরে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়া এবং ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে কঠোর লকডাউন।
মঙ্গলবার (২৫ মে) চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৬২ শতাংশ। এদিন রাজশাহী পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ২১২ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের করোনা শনাক্ত হয়। যা সারাদেশের মধ্যে এই প্রথম।
রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
এদিকে বিশেষ এই লকডাউনের প্রথম দিনে মঙ্গলবার স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ব্যাপকহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ মে) রাত পর্যন্ত ১১২টি মামলায় ৮৮ হাজার ৮৯০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।